শেষ সময়ের জয়ে লিভারপুলকে অস্বস্তিতে রাখল আর্সেনাল

প্রকাশিতঃ 10:48 pm | February 15, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

৮১ থেকে ৮৭– এই ৬ মিনিটেই লেস্টার সিটির জালে আর্সেনাল পুরলো দুই গোল। ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্যভাবে এগিয়ে চলা ম্যাচটার নিষ্পত্তি হয় ২-০ গোলে। আর তাতেই কিছুটা অন্তত অস্বস্তিতে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। এই ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখে এগিয়ে থাকত ৬ পয়েন্টে।

কিন্তু মিকেল মেরিনোর ওই জাদুকরী ৬ মিনিটে সেটা কমে এসেছে চারে। যদিও লিভারপুল পরের ম্যাচে জিতলে সেটা বেড়ে হবে ৭। কিন্তু, আগের ম্যাচে দুই লাল কার্ড আর শেষ সময়ে ড্রয়ের স্বাদ পাওয়া লিভারপুলের জন্য পরের ম্যাচও খুব একটা যে সহজ না, তাও অনায়াসে বলা যায়। আগামীকাল লিভারপুলের প্রতিপক্ষ উলভস।

লেস্টার মাঠে জয়ের পর পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৩। এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৭। ১৮ নম্বরে থাকা দলটির পয়েন্ট ২৫ ম্যাচে ১৭। শেষ ১০ ম্যাচে তাদের জয় মাত্র ১ ম্যাচে।

প্রথমার্ধে অবশ্য খুব একটা বৈচিত্র্যের দেখা মেলেনি। গোলের জন্য পুরো ৪৫ মিনিটে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল আর্সেনাল। ৬১তম মিনিটে এই প্রথম সুযোগ পায় দলটি। যদিও বক্সের মুখ থেকে ১৭ বছর বয়েসী এথেন এনওয়ানেরির জোরাল শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। ১৫ মিনিট পর আবার আর্সেনালের সামনে শত্রু গোলবার। এবারও এনওয়ানেরির শট পোস্টেই আঘাত করে।

ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে, তখনই ৮১তম মিনিটে সফল হয় আর্সেনাল। এনওয়ানেরির ক্রসে বক্সে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। ছয় মিনিট পর আবার গোলের খাতায় মেরিনো। লিয়ান্দ্রো ট্রোসার্ডের বক্সে দূরের পোস্টে বাড়ানো ক্রস পেয়ে নিচু শটে দলের জয় নিশ্চিত করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

কালের আলো/এসএকে