ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন স্থগিত করলেন ইউরোপীয় দেশের নেতারা

প্রকাশিতঃ 1:10 pm | February 16, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আগামী সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসের জরুরি সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সম্মেলনে ইউরোপীয় দেশের নেতাদের হাজির হওয়ার কথা ছিল। ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর এই সম্মেলন স্থগিত করা হয়। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্যারিসের জরুরি সম্মেলনে থাকার কথা ছিল। তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এ কথা স্পষ্ট যে ইউরোপকে নিরাপদ করতে ন্যাটোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

জরুরি সম্মেলন স্থগিত এমন এক সময় হলো, যে সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানির মিউনিখ অবস্থান করছেন। নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। জেডি ভ্যান্স সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তারা সৌদি আরবে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা কোনো আমন্ত্রণ পত্র পাননি।

কালের আলো/এসএকে