অনুশীলনে ফিরবেন বিদ্রোহী নারী ফুটবলাররা
প্রকাশিতঃ 5:04 pm | February 16, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশের নারী ফুটবলে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহ করছিলেন। সাফজয়ী এই ১৮ জন নারী ফুটবলার অনুশীলনেও যোগ দেননি। তবে বাফুফের নারী উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ জানিয়েছেন, বিদ্রোহী এই ফুটবলাররা আবার অনুশীলনে ফিরবেন।
বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছেন বলেই জানিয়েছেন কিরণ। এ আলোচনায় সংকট সমাধানের পথ বেরিয়ে এসেছে বলেও জানিয়েছেন তিনি।
গণমাধ্যমকে কিরণ বলেন, ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি, তারই ধারাবাহিকতাও আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না।’
জাতীয় দলের সংযুক্ত আরব আমিরাত সফরের পর মেয়েরা অনুশীলনে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাত যাব একটা ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল চলে যাবে ২৪ তারিখ চলে যাবে ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে।’
সব ভুল বোঝাবুঝি অবসান হবে জানিয়ে কিরণ আরও বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’
কালের আলো/এএএন/কেএ