উত্তরার ঘটনায় সঙ্গে-সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে

প্রকাশিতঃ 5:29 pm | February 18, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতদের সঙ্গে-সঙ্গেই আইনের আওতায় এনে অ্যারেস্ট করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে কি, উন্নতির ধাপটা কেমন, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্নতি হচ্ছে কিনা এটা তো আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন।

উত্তরার ঘটনা ইস্যুতে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উত্তরায় যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গেই তাদের আইনের আওতায় আনা হয়েছে।

কিশোর গ্যাং, ছিনতাই আগের থেকে অনেক কমছে দাবি করে তিনি বলেন, কিন্তু তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি।

‘প্লাস আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমাদের আইন-শৃঙ্খলার সঙ্থেগে সঙ্গে দাবি দাওয়া শুনতে শুনতে আমাদের বাহিনীটা যে কাজে ইউজ হবে, ওই কাজ না করে অন্য কাজে তাদের চলে যেতে হচ্ছে। স্ট্রেংথ তো কমে যাচ্ছে।’

তিনি আরও বলেন, তাদের দাবি দাওয়া থাকবে। তাদের ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুক। যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয়, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বলুক। তারা জনগণকে ভোগান্তি কেন করবে?

কালের আলো/এসএকে