তরুণ-যুবাদের সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের

প্রকাশিতঃ 6:12 pm | February 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

‘ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং’ চেয়েছেন দেশের বিভিন্ন জেলার প্রশাসকরা (ডিসি)। দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় তরুণ-যুবাদের এ ধরনের প্রশিক্ষণ চেয়েছেন তারা।

তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম অধিবেশন শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ। তিনি এও বলেছেন, সরকার চাইলে তরুণ-যুবাদের সামরিক প্রশিক্ষণের সিদ্ধান্ত হবে।

আব্দুল হাফিজ বলেন, ডিসিদের পক্ষ থেকে যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া যায় কিনা- এমন প্রস্তাব এসেছে। যুবারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন; দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

সেনাবাহিনীর প্রিন্সিপাল জেনারেল স্টাফ এ নিয়ে সুন্দর কথা বলেছেন। এটা ভালো দিক, তবে সিদ্ধান্তটা রাজনৈতিক।সরকার চাইলে সামরিক বাহিনী প্রশিক্ষণ দিতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। আমরা চিন্তা করতেই পারি। আমরা সরকারকে জানিয়েছি- এটা জনগণের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। সরকার চাইলে, নির্দেশনা পেলে সশস্ত্র বাহিনী করতে প্রস্তুত।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ আরও বলেন, ‘যুব সমাজকে প্রশিক্ষণ দিতে প্রত্যেক উপজেলায় ও ইউনিয়নে আনসার-ভিডিপির একটি কোম্পানির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা সীমিত পর্যায়ে ইতোমধ্যে হচ্ছে। ডিসিরা এটিকে আরও ব্যাপক আকারে করার প্রস্তাব করেছেন।

মাঠ প্রশাসনের সঙ্গে সামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সামরিক বাহিনী সম্পৃক্ত হয়ে আরও কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা যায়- সেটি ভাবা হচ্ছে। ডিসিরা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় সেটির সংখ্যা বাড়ানো ও ডিভিশন পর্যায়ে করার প্রস্তাব দিয়েছেন।

এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএএন/কেএ