প্লে-অফ থেকে বিদায় মিলানের, অন্তিম সময়ের গোলে শেষ ষোলোয় বায়ার্ন

প্রকাশিতঃ 11:31 am | February 19, 2025

ক্রীড়া ডেস্ক,কালের আলো:

ফেইনুর্ডের মাঠে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় ফিরতি লেগে সান সিরোতে জয় ছাড়া বিকল্প ছিল না এসি মিলানের। শুরুর মিনিটে সান্তিয়াগো হিমিনেজের গোলে সেই লক্ষ্যে এগিয়েও যায় দলটি। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ৭৩ মিনিটে হুলিয়ান কারানজার গোলে সমতায় ফেরে ফেইনুর্ড।

আর তাতেই কপাল পুঁড়ে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হেরে মিলানকে বিদায় নিতে হলো প্লে-অফ পর্ব থেকেই।
খেলা শুরুর ৩৬ সেকেন্ডে গোল করে ভালো শুরুর আভাস দেয় এসি মিলান। গোল করেন মিলান ফরোয়ার্ড সান্তিয়াগো হিমিনেজ।

ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে হিমিনেজ যে দলের হয়ে লিগ পর্বে গোল করেছেন, ক্লাব পাল্টানোর পর সেই দলের বিপক্ষেই প্লে-অফের ফিরতি লেগে গোল করলেন। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করেননি তিনি। অবশ্য শেষ রক্ষা হয়নি মিলানের।
শেষ মিনিটের গোলে শেষ ষোলোয় বায়ার্ন

দ্বিতীয় লেগে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলছিল তখন।

বায়ার্ন ১-০ পিছিয়ে থাকায় দুই লেগের সমতায় খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়। ঠিক তখনই কপাল পুড়ল সেল্টিকের। আলফন্সো ডেভিসের গোলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পরের ধাপে উঠল বায়ার্ন মিউনিখ।
বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্লে-অফের ফিরতি লেগে সেল্টিকের সঙ্গে ১-১ ড্র করে শেষ ষোলোতে জায়গা করে নিয়ে বুন্দেসলিগার সফলতম দল বায়ার্ন মিউনিখ। গত সপ্তাহে স্কটিশ দলটির মাঠে ২-১ গোলে জিতেছিল ভিনসেন্ট কম্পানির দল।

প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জয়ে ফিরেও নিজেদের মাঠে চেনা রূপে মেলে ধরতে পারেনি বায়ার্ন। ৬৩ মিনিটে নিকোলাস কুনের গোলে খেয়ে পিছিয়ে উল্টো পিছিয়ে পড়ে দলটি। গোল খেয়ে যেন তেতে ওঠে বায়ার্ন। গুনাব্রিকে তুলে লেরয় সানে ও ডিফেন্ডার রাফায়েল গেররেইরোর জায়গায় আরেক ফরোয়ার্ড ডেভিসকে নামান কোচ। অনেক সুযোগ নষ্টের পর বায়ার্ন অবশেষে কাঙ্ক্ষিত গোলটির দেখা পায় শেষ মিনিটে। উচ্ছ্বাসে ফেটে পড়ে আলিয়াঞ্জ অ্যারেনা,আর হতাশায় ডুবে মাঠ ছাড়তে হয় সেল্টিকের খেলোয়াড়দের।

শেষ ষোলোয় বেনফিকা

মোনাকোর মাঠে প্রথম লেগে ১-০ গোলে জেতার পর ফিরতি লেগে ড্র করে শেষ ষোলোয় উঠেছে বেনফিকা। ৩-৩ গোলে ফিরতি লেগ ড্র করায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে পেয়েছে পর্তুগালের ক্লাবটি। ১-১ গোলের ড্রয়ে প্রথমার্ধ শেষ করেছিল দুই দল। বিরতির পর আরো দুটি করে গোল করে দুই দল।

আতালান্তাকে কাঁদিয়ে শেষ ষোলোয় ক্লাব ব্রুগা

বেলজিয়ান ক্লাব ব্রুগার মাঠে প্লে–অফ প্রথম লেগ ২-১ গোলে হেরেছিল ইতালিয়ান ক্লাব আতালান্তা। ঘরের মাঠে ফিরতি লেগেও ৩-১ গোলে হেরেছে ইতালির ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে শেষ ষোলোয় উঠেছে ব্রুগা।

কালের আলো/এসএকে