এক শতাংশ সম্ভাবনা নিয়ে বার্নাব্যুতে যাচ্ছেন গার্দিওলা, মানতে নারাজ আনচেলত্তি

প্রকাশিতঃ 11:34 am | February 19, 2025

ক্রীড়া ডেস্ক,কালের আলো:

পেপ গার্দিওলা নিজেই খুব একটা আশাবাদী নন, ‘এই পজিশনে দাঁড়িয়ে বার্নাব্যুতে জেতা, ব্যাপারটা সবাই জানে। ম্যাচের আগে যদি জিজ্ঞাস করা হয় সম্ভাবনা কত শতাংশ? তাহলে বলতে হবে আমি সত্যিই জানি না। এক শতাংশ সম্ভাবনা নিয়ে বার্নাব্যুতে যাচ্ছি আমরা।’ শেষ ষোলোতে খেলতে হলে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারের ফল যে পাল্টে দিতে হবে ম্যানচেস্টার সিটিকে।

গার্দিওলা নিজে বিস্তর ব্যবধানে এগিয়ে রাখছেন রিয়ালকে। কিন্তু তাঁর কথার সঙ্গে একমত নন কার্লো আনচেলোত্তি। গার্দিওলা ইচ্ছাকৃতভাবে ম্যানসিটিকে পিছিয়ে রাখছেন বলেই অভিমত রিয়াল কোচের, ‘সত্যিকার অর্থে সে এমন চিন্তা করছে না। আগামীকাল (আজ) ম্যাচ শুরুর আগে এ নিয়ে তাকে জিজ্ঞাসা করব, আসলেই কী তুমি মনে করো তোমার দলের সম্ভাবনা এক শতাংশ।

বাস্তবে সে হয়তো ভাবছে তাদের আরো বেশি সম্ভাবনা আছে—আমি মনে করি না আমাদের ৯৯ শতাংশ সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, আমরা কিছুটা সুবিধেজনক অবস্থানে আছি।’
চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মে অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় সিটিজেনদের একেবারে বাতিলের খাতায় ফেলার অবকাশ নেই। ১-০ গোলের জয়েও তো তাদের সামনে খুলে যাবে সম্ভাবনার দুয়ার।

কিন্তু ফিরতি লড়াইটা সান্তিয়াগো বার্নাব্যুতে বলে হয়তো বড় কোনো স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন না গার্দিওলা! কারণ, ফর্মের তুঙ্গে থাকার সময়ও ম্যানসিটি খুব একটা বশে আনতে পারেনি লস ব্লাংকোসদের। এবার তো মাঠে সিটির ছন্নছড়া অবস্থা। আনচেলোত্তি গার্দিওলার মতের যতই বিরোধিতা করেন, সার্বিক চিত্রে সম্ভাবনার পাল্লা অনেকটা হেলে রিয়ালের দিকে। অবশ্য নিজেদের পিছিয়ে রাখলেও মাঠে নামার আগে পুরোপুরি আশা ছেড়েও দিচ্ছেন না সিটি কোচ, ‘সুযোগ আছে বলে আমরা চেষ্টা করব এটা নিশ্চিত। তবে বাস্তবতা হচ্ছে চলতি মৌসুমে আমরা মাইল ব্যবধানে পিছিয়ে আছি।

প্রথম লেগে জেতার সুবিধা নিয়ে আজ রাতে মাঠে নামবে পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড এবং জুভেন্টাসও। পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি ব্রেস্তকে আতিথ্য দেবে ৩-০ গোলের জয়ের স্বস্তি নিয়ে। প্রথম লেগে একই ফলের সুখস্মৃতি নিয়ে নিজ মাঠে স্পোর্তিংয়ের বিপক্ষে খেলবে ডর্টমুন্ড। আর ২-১ গোলে এগিয়ে থেকে পিএসভি আইন্দোভেনের মাঠে খেলবে জুভেন্টাস। এএফপি

কালের আলো/এসএকে