বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো একটি সেল গঠন

প্রকাশিতঃ 9:22 pm | February 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক বিষয়ক সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৯ ফ্রেবরুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নবগঠিত আন্তর্জাতিক বিষয়ক সেলের সম্পাদক করা হয়েছে মোহাম্মদ সাকিবকে।

সেলের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ শাহেদ, মো. মাহবুব আলম, মো. মুশফেকুজ্জামান রাফি, সাদমান মুজতবা রাফিদ, মো. আব্দুল্লাহ ইবনে জোবায়ের, জিহাদুল ইসলাম, রিয়াদ মাল, তওফিক ইসলাম, মোসা. নূর আয়েশা রেজওয়ানা, প্রত্ন পৃথু বিশ্বাস, জান্নাতুল নাঈমা, কামরুল হাসান রিয়াজ, সাইদুল ইসলাম সুদাদ, মো. ফেরদৌস হোসেন শোহান, ফেরদৌস আহমেদ ফাহাদ, মো. জসিম উদ্দিন, তানজীদুল ইসলাম রিশাদ, জুবায়ের আহমেদ, আহনাফ রহমান আবীদ ও মো. সাদিক মুনওয়ার মুনেম।

কালের আলো/এসএকে