সাবেক আইজিপি মামুনকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল

প্রকাশিতঃ 6:13 pm | February 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

হেলিকপ্টার থেকে গুলি নির্দেশ, হেলিকপ্টারে কারা কারা ছিল, কী কী গুলি ও অস্ত্র ব্যবহার করা হয়েছে- এসব জানতে আগামী ২৩ ফেব্রুয়ারি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের শুনানি শেষে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল। এই হেলিকপ্টারের কারা ছিল, কী কী গুলি ও অস্ত্র ব্যবহার করা হয়েছে- তার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সময় চাওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

কালের আলো/এমডিএইচ