রিয়াল-অ্যাথলেটিকো মুখোমুখি, লিভারপুলকে পেল পিএসজি

প্রকাশিতঃ 6:28 pm | February 21, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্লে অফ খেলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আসা তিন বড় দল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও পিএসজির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। শেষ ষোলোর ড্র’য় কঠিন প্রতিপক্ষ পাওয়ার শঙ্কায় ছিল তারা। শঙ্কা অনুযায়ী, রিয়াল মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে লিগ প্রতিদ্বন্দ্বী লেভারবায়ারকুসেনের।

গ্রুপ পর্বে কোন রকম পার পেয়ে প্লে অফে দুর্দান্ত খেলা পিএসজি মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে শীর্ষে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করা লিভারপুলের। ওই তুলনায় বার্সেলোনা সহজ প্রতিপক্ষ পেয়েছে। তারা বেনফিকার বিপক্ষে কোয়ার্টারের লড়াইয়ে নামবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং ১১ ও ১২ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচ মাঠে গড়াবে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৫ ও ১৬ এপ্রিল। ২৯ ও ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ এবং ৬ ও ৭ মে হবে দ্বিতীয় লেগ। বায়ার্নের ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ৩১ মে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র:

ফায়েনর্ড-ইন্টার মিলান

পিএসভি-আর্সেনাল

রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন

পিএসজি-লিভারপুল

বেনফিকা-বার্সেলোনা

লিলি-বরুশিয়া ডর্টমুন্ড

ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা

সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যারা: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিলি, অ্যাস্টন ভিলা।

প্লে অফ থেকে শেষ ষোলোয় যারা: বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসভি, বেনফিকা, পিএসজি, ফায়েনর্ড, ক্লাক ব্রুগ।

শেষ ষোলোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্রও হয়ে গেছে। লিভারপুল ও পিএসজি মধ্যকার জয়ী দল অ্যাস্টন ভিলা ও ক্লাব ব্রুগের বিপক্ষে জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে এক দল কোয়ার্টার ফাইনালে যাবে। তাদের মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসভির মধ্যে জয়ী দল। লিভারপুল-পিএসজি ও অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগ থেকে সেমিফাইনালে যাওয়া দল রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল-পিএসভি গ্রুপ থেকে সেমিতে যাওয়া দলের মুখোমুখি হবে।

একইভাবে বার্সেলোনা ও বেনফিকা থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়া দল এবং লিলি ও বরুশিয়া ডর্টমুন্ড থেকে জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়া দল সেমিফাইনালে মুখোমুখি হবে। বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেন থেকে একদল কোয়ার্টার ফাইনালে যাবে। ইন্টার মিলান ও ফায়েনর্ড থেকে এক দল কোয়ার্টার ফাইনালে যাবে। ওই চার দল থেকে জয়ী দুই দল খেলবে সেমিফাইনালে।

চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালের ড্র:

লিভারপুল-পিএসজির জয়ী বনাম অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগের জয়ী

আর্সেনাল-পিএসজি জয়ী বনাম রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো মাদ্রিদ জয়ী

বার্সেলোনা-বেনফিকা জয়ী বনাম লিলি-বরুশিয়া ডর্টমুন্ড জয়ী

বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন জয়ী বনাম ইন্টার মিলান-ফায়েনর্ডের জয়ী

সেমিফাইনালের ড্র:

লিভারপুল-পিএসজির জয়ী বনাম অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগের জয়ী

বনাম
আর্সেনাল-পিএসজি জয়ী বনাম রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো মাদ্রিদ জয়ী

বার্সেলোনা-বেনফিকা জয়ী বনাম লিলি-বরুশিয়া ডর্টমুন্ড জয়ী
বনাম
বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন জয়ী বনাম ইন্টার মিলান-ফায়েনর্ডের জয়ী

কালের আলো/এসএকে