যেখানে দুর্নীতি-দুঃশাসন সেখানে আমাদের যুদ্ধ : জামায়াত আমির

প্রকাশিতঃ 11:00 pm | February 21, 2025

লাকসাম (কুমিল্লা) প্রতিবেদক, কালের আলো:

জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, এ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটাতে চাই। সেজন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গড়তে হবে।কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে দুর্নীতি, দুর্বৃত্তায়নের অবসান ঘটবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেশের মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণের জন্য কাজ করি। মানুষ আনন্দে থাকলে, সুখে থাকলে আমাদের আনন্দ, সুখ।

আর মানুষ কষ্ট পেলে আমরা কষ্ট পাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকলের।
জামায়াত আমির আরও বলেন, বিগত শাসনামলে আমাদের ওপর অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আমাদের নিরপরাধ নেতারদের ওপর অনেক জুলুম-নির্যাতন এবং হত্যা করা হয়েছে।

তাদের কী অপরাধ ছিল?

এ সময় জামায়াতে ইসলামী কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, লাকসাম উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক মো. রেজাউল করিমসহ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের লাকসাম উপজেলা ও পৌরসভার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে