বরিশালে ৬ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিতঃ 12:31 pm | February 22, 2025

বরিশাল প্রতিবেদক, কালের আলো:

জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভা শেষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই ঘোষণা আসে।

এরমধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, বরিশাল-৫ (সদর) আসনে অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং বরিশাল-৬ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল।

বরিশাল মহানগর জামায়াতের উপদেষ্টা আমিনুল ইসলাম খসরু বলেন, স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। কৌশলগত কারণেই মনোনীত প্রার্থীদের নাম আগে ঘোষণা করা হয়েছে যেন তারা আগেভাগে নির্বাচনের মাঠ গোছাতে পারেন।

কালের আলো/এসএকে