জেলেনস্কিকে খনিজ চুক্তি করতে যুক্তরাষ্ট্রের চাপ

প্রকাশিতঃ 1:04 pm | February 22, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

দে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। খবর বিবিসি ও আল জাজিরার।

যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদার দাবি করলে গত বুধবার জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই চুক্তি করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রতিফলন থাকবে।
মাইক ওয়াল্টজ গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তার ওই মন্তব্য কিয়েভে জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের ইউক্রেনবিষয়ক প্রধান দূত কিথ কেলগের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বকে ছাপিয়ে যায়।

ওয়াল্টজ বলেন, চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অপমান করার কারণে হোয়াইট হাউস ভোলোদিমির জেলেনস্কির প্রতি ‘খুব হতাশ’।

ইউক্রেন বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ উপাদান ও খনিজ সম্পদে পরিপূর্ণ। সেসবের মাঝে যেমন লিথিয়াম ও টাইটানিয়াম আছে, পাশাপাশি অনেক বড় পরিসরে কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যার বাজারমূল্য বিলিয়ন বিলিয়ন ডলার।

এর আগে ওয়াল্টজ ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে তার খনিজ সম্পদে প্রবেশ করার অধিকার দেয়, তাহলে তাদের মার্কিন সহায়তা দেওয়া যেতে পারে। বা এরই মধ্যে যে মার্কিন সহায়তা দেওয়া হয়েছে, এটিকে তার ক্ষতিপূরণ হিসেবেও দেখা যেতে পারে।

তিনি বলেছিলেন, আমরা ইউক্রেনীয়দের সত্যিই একটি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক সুযোগ দিয়েছি। এটি ‘টেকসই’ এবং ইউক্রেনের জন্য ‘সেরা’ নিরাপত্তা ব্যবস্থা।

কালের আলো/এসএকে