সরকারের ভেতর আ.লীগের ভূত ঢুকেছে মনে হয় : ব্যারিস্টার খোকন

প্রকাশিতঃ 9:39 am | February 23, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকারের কেউ কেউ পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। সংস্কারের নামে কালক্ষেপণই তার প্রমাণ। না হলে সংস্কারও করছে না, গণহত্যার বিচারও করছে না। এসব কী প্রমাণ করে? সরকারের ভেতরে আওয়ামী লীগের ভূত ঢুকেছে মনে হয়। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই- দেশের জনগণ সেটা (আওয়ামী লীগের পুনর্বাসন) মেনে নেবে না।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, ‘সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়িতে চেপে যথেষ্ট আরাম আয়েশেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে মনযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে।’

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান যাতে এ দেশের প্রধানমন্ত্রী হতে না পারেন, সেজন্য ষড়যন্ত্র চলছে। আমরা সাবধান করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তারেক রহমান এ দেশে বীরের বেশে আসবেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের প্রধানমন্ত্রী হবেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিনা ভোটে ক্ষমতায় থাকবেন, জবাবদিহিতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তৃতা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সির সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মো. আব্বাস উদ্দিন, মো. আতিকুল আলম শাওন, মো. মহিউদ্দিন প্রমুখ।

কালের আলো/এমডিএইচ