কুমিল্লায় নিহত সেই কর্মীর পরিবারের পাশে জামায়াতের আমির

প্রকাশিতঃ 1:15 pm | February 23, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

যানজটে আটকে থাকা জামায়াতে ইসলামীর আমিরের গাড়ি বহরকে পার হওয়ার জায়গা করে দিতে গিয়ে বাসচাপায় নিহত জামায়াত কর্মী জসীম উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহত জসীম উদ্দিনের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুরে যান জামায়াতের আমির ড. শফিকুর রহমান। এসময় শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দেন তিনি।

এদিন সন্ধ্যার একটু আগে লালমাই উপজেলার সৈয়দপুর নিহত জসীমের বাড়িতে পৌঁছান ড. শফিকুর রহমান। সেখানে গিয়েই আগে নিহত জসীমের কবর জিয়ারত করেন তিনি। এসময় জামায়তের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত প্রমুখ।

পরে নিহত জসীমের পরিবারের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। এসময় তিনি নিহত জসীম উদ্দিনের তিন বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে ঘোষণা দেন, এখন থেকে এই শিশু সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে কর্মক্ষম না হওয়া পর্যন্ত পরিবারটির সকল সদস্যের পুরো দায়িত্ব জামায়াতে ইসলামীর ওপর। এসময় নিহত জসীমের বড় ছেলে আবু বকর ছিদ্দিক (১৫) ও মেজো ছেলে আলী আহসানের (১৩) হাতে প্রাথমিক অনুদানের একটি খাম হস্তান্তর করেন তিনি।

পরে উপস্থিত জনতার সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ড. শফিকুর রহমান বলেন, আমি জানি আপনারা সবাই শোকাহত। আল্লাহ তায়ালা আপনাদের শোকের ভার বহন করার তাওফিক দান করুক। আমাদের ভাই সম্মানিত জসীম উদ্দিন রহিমাহুল্লাহ গতকালকে (শুক্রবার) আমাদের লক্ষ্মীপুর সফরে যাওয়ার পথে সহযোগী হিসেবে কাজ করছিলেন। অজানা একটি দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি লক্ষ্মীপুর যাওয়ার পর তার মৃত্যুর খবর পেয়েছি। কর্মসূচি শেষে আমি হাজীগঞ্জ হয়ে ঢাকা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু নিহতের শিশু সন্তানদের মুখ না দেখে আমি কোনোভাবেই ঢাকা যেতে পারছিলাম না।

তিনি আরও বলেন, আমি তার পরিবারের সবার সঙ্গে কথা বলেছি। এই পরিবারের দায়িত্ব জামায়াতে ইসলামী নিয়েছে। আজকে অল্প কিছু টাকা হাতে তুলে দিয়েছি। প্রতি মাসের ১ তারিখে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের হাতে টাকা তুলে দেব, ইনশাল্লাহ। তবে এইটা ঠিক আমরা তাদের বাবাকে ফিরিয়ে দিতে পারব না। নিশ্চয়ই তাদের নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। আল্লাহ প্রিয় ভাইটির স্বপ্নগুলো পূরণ করে দিক।

প্রসঙ্গত, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর যাওয়ার সময় কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুর এলাকায় যানজটে আটকা পড়েন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এসময় তার গাড়িবহরকে জটের কবল থেকে রক্ষা করতে সড়কে ট্রাফিকের কাজ করছিলেন লালমাই উপজেলার জামায়াতের কর্মী জসীম উদ্দিন। এসময় তিশা নামের একটি ঢাকাগামী বাস তাকে চাপা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত জসীম উদ্দিন লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

কালের আলো/এসএকে