রংপুরে বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশিতঃ 1:55 pm | February 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনিছুর রহমান (৪৫) নামে তার ছেলে আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আলু খেতে কাজ করছিলেন সাহিদা বেগম ও তার ছেলে আনিছুর রহমান। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতের সঙ্গে সঙ্গে দুজন মাটিতে পড়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ছাড়া আহত অবস্থায় আনিছুরকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

কালের আলো/এসএকে