‘রেকর্ডসংখ্যক’ ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

প্রকাশিতঃ 4:29 pm | February 23, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইউক্রেনের ওডেসা অঞ্চলে শনিবার দিবাগত রাতে রুশ ড্রোন হামলার ক্ষয়ক্ষতি। ছবি : ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা রাশিয়া শনিবার দিবাগত রাতে ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এতে বেসামরিকরা হতাহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, সমন্বিত এক হামলায় ‘রেকর্ডসংখ্যক’ ২৬৭টি রুশ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে ১৩৮টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে এবং জ্যামিংয়ের কারণে ১১৯টি ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে ও কোনো ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি।

যদিও অনেক ড্রোন প্রতিহত করা হয়েছে, তবে জরুরি সেবা বিভাগগুলো জানিয়েছে, রাতে বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই হামলা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীর এক দিন আগে ঘটেছে। এতে ঠিক কতজন নিহত হয়েছে, তা স্পষ্ট নয়। তবে জরুরি সেবা বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের খেরসনের একটি আবাসিক ভবনে হামলায় দুজন নিহত হয়েছেন—একজন পুরুষ ও যমজ সন্তানের এক মা।

আঞ্চলিক কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে একটি হামলায় একজন পুরুষ নিহত হয়েছে এবং কমপক্ষে তিনজন আহত হয়েছে। এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় আহত ৫৩ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাজধানী কিয়েভে একাধিক স্থানে আগুন নেভাতে অগ্নিনির্বাপণ বাহিনী ডাকা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন, রাজধানীতে একাধিক ড্রোন হামলায় কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, খারকিভ, পোলটাভা, সুমি, কিয়েভ, চেরনিহিভ, মাইকোলাইভ, ওডেসাসহ অন্তত ১৩টি অঞ্চলে ড্রোন প্রতিহত করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় রাশিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলেও ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, রাতে ইউক্রেন থেকে রাশিয়ার দিকে উৎক্ষেপণ করা ২০টি ড্রোন ‘ধ্বংস’ করা হয়েছে।

সূত্র : বিবিসি

কালের আলো/এসএকে