ভারতের বিপক্ষেই বাবর এত খারাপ, পাকিস্তান বলেই হার্দিক এমন উড়ন্ত

প্রকাশিতঃ 5:35 pm | February 23, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

শুরুটা আজ নেহাত মন্দ ছিল না বাবর আজমের জন্য। অন্তত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাজে ফলাফলের পর এমন একটা শুরু দরকার ছিল। তবে সেটা লম্বা হয়নি তার জন্য। ২৬ বলে ২৩ রান করেই ফিরেছেন ভারতের বিপক্ষে। আর তাকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া।

বাবর এবং হার্দিক– দুজনেই আজ ছিলেন নিজ নিজ বৃত্তে। কমপক্ষে দুবার মুখোমুখি হয়েছেন এমন প্রতিপক্ষ বিবেচনায় ভারতের বিপক্ষেই বাবরের ওয়ানডে গড় সবচেয়ে কম। ম্যান ইন ব্লুদের বিপক্ষে নয় ইনিংসে ২৪১ রান করা বাবরের গড় ৩০.১৩। ফিফটি মোটে ১টা। আজও তিনি ফিরেছেন মোটে ২৩ রান করে।

আগেরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ারপ্লেতে ২৭ বল খেলে ১২ রান করা বাবরের জন্য এদিনের ইনিংসটা মন্দের ভালো বলাই চলে। আর সেটার রাশ টেনেছেন পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া হার্দিক পান্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে মোট ৯ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছেন এই অলরাউন্ডার।

আর বিষ্ময়করভাবে প্রতিবারই অন্তত ১টি উইকেটের দেখা তিনি পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ৯ ওয়ানডে ম্যাচে হার্দিক পান্ডিয়ার উইকেট ১০টি। অন্তত ৩ ম্যাচ খেলেছেন এমন দলের হিসেবে পাকিস্তানের বিপক্ষে হার্দিকের গড় সবচেয়ে ভাল। গড়ে প্রতি ২৬ রানের খরচায় ১টি করে উইকেট পেয়েছেন।

এর আগে ২০২৩ সালে এশিয়া কাপের ম্যাচেও বাবর আজমকে প্যাভিলিয়নের পথে ফেরত পাঠিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচটাও জয় পেয়েছিল ভারতই।

হার্দিক অবশ্য পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতেও কম যাননা। ৮ ম্যাচের মধ্যে ব্যাট করতে পেরেছেন ৪ ইনিংস। তাতে রান করেছেন ২০৯। গড় ৬৯ এর বেশি। আজকের ম্যাচেও হার্দিককে এমন উড়ন্ত অবস্থাতেই পেতে চাইবে টিম ইন্ডিয়া।

কালের আলো/এসএকে