ট্রাফিক আইন লঙ্ঘন: ৩ দিনে ডিএমপির ৪০১৬ মামলা

প্রকাশিতঃ 7:12 pm | February 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত তিন দিনে ৪০১৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন করায় গত তিন দিনে ৪০১৬টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। অভিযানের সময় ৪৩২টি গাড়ি ডাম্পিং ও ১০৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/এএএন/কেএ