ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশিতঃ 10:00 pm | February 23, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

একটি পরিপূর্ণ, আধুনিক, কার্যকর ও আরও যুগোপযোগী বাহিনীতে ক্রমশ রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স-ইএমই কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার এন্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানান সেনাপ্রধান। তিনি সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান ইএমই সেন্টার এন্ড স্কুলে এসে পৌঁছালে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান, ইএমই কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানসহ অন্যান্যরা তাকে অভ্যর্থনা জানান।

জানা যায়, ইএমই কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কারিগরি কোর। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে দেশের সেনাবাহিনীতে এখন ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি। অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে ইএমই কোরের সাংগঠনিক ও অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ইএমই কোরের সদস্যদের কঠোর পরিশ্রমী, অধ্যাবসায় ও উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় ইএমই কোরের অবদানের কথাও উল্লেখ করেন। ইএমই কোরের সকল সদস্য আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালের আলো/এমএএএমকে