ক্রয় সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতে ই-জিপি ব্যবহারে গুরুত্বারোপ

প্রকাশিতঃ 10:11 pm | February 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুততর ও স্বচ্ছতা নিশ্চিত করতে ই-জিপি সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে তাদের মতে এটি সরকারি ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ভূমিকা রাখবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ বোরাক ইউনিক হাইটসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ই-জিপি ট্রেনিং ফর প্রকিউরিং এন্টিটি (পিই) ইউজার’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলা হয়।

বিএসএমএমইউ মনোনীত ২০ জন কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ই-জিপি সিস্টেম ব্যবহার, নীতিমালা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণটি সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুততর ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়াবে; যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ এবং ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, সরকারের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা থাকতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের ক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল করতে ই-জিপি সিস্টেমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রয়ের ক্ষেত্রে গতানুগতিক প্রক্রিয়া থেকে বের হয়ে এসে ই-জিপি সিস্টেমকে ব্যবহার করে সততার সাথে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ক্রয় প্রক্রিয়া নিয়ে অনেককিছু ঘটে থাকে। প্রশাসনের উপর চাপ থাকে। দ্বন্দ্ব, হানাহানি পর্যন্ত ঘটে। ই-জিপি সিস্টেম এসব থেকে মুক্তি দিবে। তবে এটাও মনে রাখতে হবে; মানবিক মূল্যবোধ জাগ্রত না থাকলে সবকিছুই অর্থহীন হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের ডিজিটাল ক্রয় ব্যবস্থার সাথে পরিচিত করবে, যা প্রকিউরমেন্ট কার্যক্রমকে আরও দক্ষ ও সময়োপযোগী করবে। ই-জিপি সিস্টেম ক্রয় ব্যবস্থায় সময় ও খরচ সাশ্রয় করবে। একইসঙ্গে ই-জিপি সিস্টেমের মাধ্যমে ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক নুরুন নাহার খানম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-জিপি সিস্টেম ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। যা তাদের প্রয়োজনীয় কাজকে আরও সহজ ও কার্যকর করবে। এই প্রশিক্ষণ অটোমেশন ও পেপারলেস কার্যক্রমকে এগিয়ে নেবে।

প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন দোহাটেকের নলেজ অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক মোসাম্মৎ তাসলিমা আক্তার। এসময় বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএইচ