পদত্যাগের খবরকে ‘গুজব’ বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রকাশিতঃ 11:16 pm | February 23, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

নতুন দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ওঠে। যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে পতাকা ছিল না বলেও খবর দেয় একটি টেলিভিশন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটে এমন ঘটনা। এ বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেছেন, ‘আমি এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।’

একই রকম তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ বিষয়ে বলেছেন, ‘আমি এ বিষয়ে উপদেষ্টা নাহিদ মহোদয়কে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন, ‘না, আমি পদত্যাগ করি নাই।’ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচিত হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গত ১৭ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম বলেন, ‘সরকারের বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছেন অনেক আগেই। আমি আমার জায়গা থেকে বলেছি, সেই দলে আমার যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা হলে সরকার থেকে পদত্যাগ করব। আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি; সম্ভাবনা আছে। হয়ত এ সপ্তাহের শেষে আপনাদের সবাইকে জানাতে পারব।’

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সম্মুখ সারিতে রেখে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। বর্তমান কমিটিতে নেই এমন অন্তত ৩০ শতাংশ নতুন মুখ যুক্ত করে দেড়শ থেকে ২০০ জনের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হবে দলের গোড়াপত্তান। ধীরে ধীরে এই কমিটির সদস্য সংখ্যা ৩০০ জনে উন্নীত হবে। ততদিনে সমান্তরালভাবে জেলা কমিটিগুলো সারা হবে।

সারাদেশে এ দলের কাঠামো ছড়িয়ে দিতে একের পর এক থানা কমিটি দিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলের গঠনতন্ত্র, দর্শন, ঘোষণাপত্র, দলীয় প্রতীক চূড়ান্ত করতে নানা তৎপরতা চলছে এখন। এর আগে গত মঙ্গলবার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

কালের আলো/এমএইচ/ইউএইচ