নিউ ইয়র্ক-দিল্লি বিমানে বোমাতঙ্ক, রোমে জরুরি অবতরণ

প্রকাশিতঃ 11:12 am | February 24, 2025

আন্তর্জতিক ডেস্ক, কালের আলো:

নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লিগামী একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমান বোমার হুমকির কারণে ইতালিতে অবতরণ করতে বাধ্য হয়েছে। স্থানীয় সময় রবিবার ফ্লাইট ইমার্জেন্সি সাইট এবং বিমানবন্দর সূত্র এই তথ্য জানিয়েছে।

ফ্লাইট ইমার্জেন্সি, ফ্লাইট-ট্র্যাকিং অ্যাকাউন্ট এক্স-এ পোস্ট করে জানিয়েছে, ‘বোমার হুমকির কারণে আমেরিকান ফ্লাইট এএ২৯২ দিল্লি যাওয়ার পথে রোমে নামবে।’

বিমানবন্দর সূত্র অনুসারে, প্রায় ২০০জন যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমানটি রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র আরো জানিয়েছে, বিমান সংস্থা যখন বিমানের ক্রুদের বোমার হুমকির বিষয়ে সতর্ক করে, তখন বিমানটি ক্যাস্পিয়ান সাগরের ওপরে ছিল। বিষয়টি সম্পর্কে অবহিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এবিসি নিউজ উদ্ধৃত করে জানিয়েছে, ই-মেলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে, তবে এটি ভিত্তিহীন বলে মনে করা হচ্ছে।

আমেরিকান এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানটি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

সূত্র: রয়টার্স

কালের আলো/এসএকে