দ্বৈত কর পরিহারে সমঝোতা স্মারক চায় বাংলাদেশ-মিসর

প্রকাশিতঃ 12:46 pm | February 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দ্বৈত কর পরিহার ও বিনিয়োগ সম্প্রসারণে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় বাংলাদেশ ও মিসর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্রস‌চি‌ব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এলে তারা এ বিষয়ে জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা কায়রোতে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের ফলাফল পর্যালোচনা এবং সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বিনিয়োগ, ব্যবসায়িক বিনিময় এবং বাণিজ্য সুবিধার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। উভয়পক্ষ শিক্ষাগত সহযোগিতা সম্প্রসারণ, প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচির মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং কৃষি অংশীদারিত্ব বৃদ্ধির ওপর জোর দেন।

উভয়পক্ষ ফিলিস্তিনি স্বার্থের প্রতি বাংলাদেশ ও মিসরের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রসচিব রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে বাংলাদেশের পরিকল্পনা কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

কালের আলো/এসএকে