বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

প্রকাশিতঃ 3:54 pm | February 24, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

বেশ চুপিসারেই ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

মেহজাবীনের বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

আজ সোমবার দুপুরে নিজের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

May be an image of 1 person, henna and wedding

তিনি লিখেন, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ, আমরা আমাদের বন্ধন চিরতরে এক করে দিয়েছি, এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে।

আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।

এদিকে গতকাল অনুষ্ঠিত হয়েছে গায়েহলুদ। মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন।

মাইকে বার বার ঘোষণাও করা হয়। কিন্তু তারপরেও তা ফাঁস হয়।

কালের আলো/এসএকে