ধর্ষণের বিচার দাবিতে ভিকারুননিসার ছাত্রীদের বিক্ষোভ

প্রকাশিতঃ 6:32 pm | February 24, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে যাওয়া ও এতে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলী রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে এ বিক্ষোভ করেন তারা।

এসময় তারা ‘ছাত্রীরা আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’, ‘আমাদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোনের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’— এসব স্লোগান দিতে থাকেন।

ভিকারুননিসার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী স্নেহা মনি বলেন, ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ যদি কিছু করতে না পারে, তাহলে এমন পুলিশ আমাদের দরকার নেই।

তিনি বলেন, আমরা দুপুর ১২টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। তবে সরকার কোনো উদ্যোগ না নিলে আমাদের আন্দোলন চলতে থাকবে।

স্নেহা মনি আরও বলেন, আমি নারায়ণগঞ্জ থেকে এখানে আসি। বাসায় আমার বাবা-মা দুশ্চিন্তায় থাকেন। এই অবস্থা আমার মতো সব ছাত্রীর। আমরা নিরাপদে ঘরে ফিরতে চাই। প্রশাসনকে আমাদের নিরাপদ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে এ বিক্ষোভ করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা।

কালের আলো/এসএকে