ট্রাম্প উত্থাপিত ২৯ মিলিয়ন ডলারের তথ্য জানেন না পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ 7:58 pm | February 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছেন। তবে এই অর্থ কাদের দেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা নেই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে।

আমরা এখনো জানি না। আমরা জানি না বিষয়টা কে করেছে এবং আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা বলেছে, এ রকম কোনো এন্ট্রি তাদের নাই।

একটি এনজিওতে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, কোনো টাকা এনজিও ব্যুরোর অ্যাপ্রুভাল ছাড়া ক্যাশ করা সম্ভব না। কাজেই ২৯ মিলিয়ন ডলারের ব্যাপারে এনজিও ব্যুরো কিছু দেখতে পাচ্ছে না।

তাহলে আমাদের আপাতত তাদের (এনজিও ব্যুরো) কথা মেনে নিতে হবে। তারপরে যদি কোনো তথ্য বের হয় সেটাকে আমরা দেখব।

এর আগে বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে সম্প্রতি দুই দফা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি।

কালের আলো/এএএন/কেএ