বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন’র লোগো উন্মোচন করলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 8:23 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রথমবারের মতো বঙ্গবন্ধুর নামে নামকরণে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্টে ‘এশিয়ান গলফ ট্যুর’।

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর লোগো উন্মোচন করেছেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে তিনি এ লোগো উন্মোচন করেন।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে, ন্যাশনাল ব্যাংক লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুর এর সহযোগিতায় আগামী ৩ এপ্রিল থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে আন্তর্জাতিক পেশাদার এই গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট চলবে আগামী ৬ এপ্র্রিল পর্যন্ত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেনাপ্রধান বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচনের পর টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে সাংবাদিকদের ব্রিফ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর সাংগঠনিক কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার মোঃ সাঈদ সিদ্দিকি, মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী এবং টুর্ণামেন্ট সাপোর্ট ও গ্রাউ- কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ)।

প্রসঙ্গত, এশিয়ান ট্যুর বর্তমান গলফ বিশ্বে গলফের তৃতীয় বৃহত্তম ট্যুর। আন্তর্জাতিক এই টুর্ণামেন্টে পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাদার গলফারগণ অংশগ্রহণ করে থাকেন।

এই টুর্ণামেন্টে বিশ্বের প্রায় ২২টি দেশের পেশাদার গলফার, অফিসিয়াল, রেফারী, সংগঠক, টেলিভিশন সম্প্রচারের টেকনিশিয়ান এবং গনমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০ জনের বেশী বিদেশী ব্যক্তিবর্গ বাংলাদেশে আসবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, এশিয়ান ট্যুর ইভেন্টে অংশগ্রহণ করতে হলে বাংলাদেশের গলফারদের আন্তর্জাতিক কোয়ালিফাইং টুর্ণামেন্ট-এ অংশগ্রহণ করে যোগ্যতা অর্জন করতে হয়, যা শুধু ব্যয়বহুলই নয় বরং সময়সাপেক্ষও বটে। কিন্তু বাংলাদেশ এই টুর্ণামেন্টের আয়োজক হওয়ার সুবাদে ৪০ জন উদীয়মান পেশাদার গলফার এবং ০৬ জন এ্যামেচার গলফার সরাসরি মূল পর্বের খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক জনাব রিক হক শিকদার, পরিচালনা পর্ষদের পরিচালক জনাব রন হক শিকদার, ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ, বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ), বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর এর ব্রান্ডিং ও প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জনাব ফরিদুদ্দিন খান রুমী, বলিউডের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত, বাংলাদেশ গলফ ফেডারেশনের কো-অর্ডিনেটর লেঃ কর্ণেল মোঃ আবদুল বারি (অবঃ) প্রমূখ।

কালের আলো/এমএইচএ