ডাকাতি-চাঁদাবাজি-ধর্ষণের বিচারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ

প্রকাশিতঃ 2:12 pm | February 25, 2025

গাজীপুর প্রতিবেদক, কালের আলো:

দেশব্যাপী খুন, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ ঘটে যাওয়া সব অপরাধের বিচারের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর, ছাত্র-জনতা ও শ্রমিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে কয়েক শ শিক্ষার্থী টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি কলেজ গেট প্রদক্ষিণ করে আবারও সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। মিছিলে ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণসহ ঘটে যাওয়া সব অপরাধের বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, নাজমুল ইসলাম সরকার, আকাশ খান প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ কালের কণ্ঠকে জানান, সব অপরাধের বিচার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কালের আলো/এসএকে