আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম…

প্রকাশিতঃ 9:00 pm | February 25, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

তেরো বছর আগে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা হয়েছিল দুজনের। তারপর আর ছাড়াছাড়ি হয়নি, বাঁধা পড়ে গেছে মন। হাতে হাত রেখে বাকিটা জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক যুগল মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।

সোমবার ঢাকার অদূরে মধুমতী মডেল টাউন রিসোর্টে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এদিন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সঙ্গে শেয়ার করেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে প্রথম দেখার সময়ের কথাও।

২০১২ সালে ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে প্রথম দেখা। রাস্তার ওপার থেকেই চোখাচোখি।

কথা হয়েছিল ১৫ মিনিটের জন্য, করমর্দনের জন্যই স্পর্শ পেয়েছিল হাত। তারপর ছেলেটি চলে যায়, সঙ্গে নিয়ে যায় মেহজাবীনের মন। সেদিন থেকেই অভিনেত্রী জানতেন, এই সেই মানুষ।

১৩ বছর পর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে অনেকটা বড় হয়ে গেছেন দুজনে—এমনই মনে করেন অভিনেত্রী। ভালো-মন্দ সব কিছুতেই পাশে আছেন পরস্পর। সেই সম্পর্কের পূর্ণতা দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মেহজাবীন-আদনান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি-ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভাইরাল হয়েছে বিয়ের মঞ্চে বরকে জড়িয়ে ধরে মেহজাবীনের কান্নার ছবি-ভিডিও! দুজনের চোখেই পানি, আবেগে অশ্রুসিক্ত তারা।

একজন আরেকজনের চোখের পানি মুছে দিচ্ছেন।

May be an image of 1 person, henna and wedding

‘মেহজাবীন কান্না করছেন আর আদনান আল রাজীব তার চোখের পানি মুছে দিলেন! সবচেয়ে সুন্দর মুহূর্ত সম্ভবত এটাই।’- এমন হাজারো মন্তব্যে সয়লাব ফেসবুক!

মেহজাবীন ও রাজীবের ক্রন্দনরত মুহূর্তটি যেন পূর্ণতার উচ্ছ্বাস! অনুভূতিটা ঠিক রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’র গল্পের চরিত্রের ‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।’-এর মতোই।

মঙ্গলবার দুপুরে নিজেদের বিয়ের ভিডিও শেয়ার করে মেহজাবীন লেখেন, ‘প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি মুহূর্ত আমাদের এখানে নিয়ে এসেছে—চিরকাল একসঙ্গে পথ চলতে। এই গান আমাদের যাত্রা, আমাদের ভালোবাসা এবং নতুন অধ্যায়ের সূচনার প্রতিচিত্র।’

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের শুরু ২০১২ সালের ৯ এপ্রিল থেকে! সেই দিন থেকে তাদের বিয়ের দিন, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫—মোট ৪৬৯৪ দিন!

কালের আলো/এসএকে