প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে শাস্তি পেলেন মেসি

প্রকাশিতঃ 10:49 am | February 26, 2025

ক্রীড়া ডেস্ক, কালের আলো:

প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গতকাল মঙ্গলবার মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি মেসিকে অর্থ জরিমানা করে। যদিও সেখানে টাকার পরিমাণ জানানো হয়নি।

গত ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে শেষ বাঁশির পর হলুদ কার্ড পাওয়া মেসি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন।

নিউইয়র্কের রেফারি আলেক্সিস দা সিলভার সঙ্গে বাগ্‌বিতণ্ডার কারণে তিনি হলুদ কার্ড দেখেন। বেরিয়ে যাওয়ার সময় মেসি নিউইয়র্কের সহকারী কোচ মেহদি বালুশির সঙ্গে কী যেন একটা বলছিলেন, তখন দুজন মায়ামি সহকারী কোচ তাকে থামানোরও চেষ্টা করেন। এই চেষ্টায় তারা প্রাথমিকভাবে সফলও ছিলেন, মেসি প্রথমে হাঁটতে শুরু করেন। কিন্তু পরে আবার বালুশির দিকে ফিরে যান।

তিনি তার ডান হাত বালুশির ঘাড়ে রাখেন এবং জোরে চেপে ধরেন। যা লিগে প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতিমালা লঙ্ঘন।

নিউইয়র্ক সিটির বিপক্ষে ওই ম্যাচেরই অন্য এক ঘটনায় ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে একই শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচের প্রথমার্ধ শেষে নিউইয়র্কের ডিফেন্ডার বার্ক রিসার ঘাড় পেছন থেকে চেপে ধরেছিলেন সুয়ারেজ।

শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

শাস্তি পাওয়া মেসি ও সুয়ারেজ আজ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গোল করে দলকে জিতিয়েছেন। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে কানসাস সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে মেসির মায়ামি।

কালের আলো/এসএকে