প্রতিপক্ষ কোচের ঘাড় ধরায় শাস্তি পেলেন মেসি

প্রকাশিতঃ 4:33 pm | February 26, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

মেজর লিগ সকারের ম্যাচে গত শনিবার নিউ ইয়র্ক সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে ঘটে গেছে অনাকাঙ্খিত একটি ঘটনা। প্রতিপক্ষের কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘাড় ধরে বসেন লিওনেল মেসি। যার ফলে শাস্তি পেতে হয়েছে এই আর্জেন্টাইন তারকাকে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মেজর লিগ সকার কর্তৃপক্ষ জানায়, আচরণবিধির মুখ/মাথা/ঘাড় সংক্রান্ত ধারা ভঙ্গের কারণে লিগের ডিসিপ্লিনারি কমিটি অপ্রকাশিত অঙ্কের জরিমানা করেছে মেসিকে।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেফারির সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলছেন মেসি। রেফারি তাকে কিছু বোঝানোর চেষ্টা করে অন্য দিকে চলে যেতে থাকেন। মেসি পিছু পিছু গিয়ে কথা বলতেই থাকেন। রেফারি পরে তাকে হাত ইশারায় চলে যেতে বলেন কয়েক দফায়।

এক পর্যায়ে মেসি চলে যেতে যেতে কিছু একটা বলেন রেফারিকে। রেফারি তখন তাকে হলুদ কার্ড দেখান। মেসি তখন আবার রেফারির দিকে এগিয়ে গিয়ে কিছু বলতে থাকেন।

এরপর মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন মেসি। এক পাশে দাঁড়িয়ে ছিলেন নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের কোচিং স্টাফের সদস্য মেহদি বালুচি। তিনি কিছু বলে থাকতে পারেন মেসিকে। ইন্টার মায়ামির তারকা তাতে চটে গিয়ে তার দিকে গিয়ে এগিয়ে যান। দুজনের বাগবিতণ্ডা চলতে থাকে।

কোচিং স্টাফের অন্য সদস্যরা এসে তখন বালুচিকে কিছু বোঝাতে থাকেন। মেসি চলে যাচ্ছিলেন। কিন্তু হুট করেই আবার ফিরে গিয়ে বালুচির ঘাড় ধরে বসেন। পরে আঙুল ইশারায় কিছু বলতে বলতে তিনি চলে যান। চলে যাওয়ার সময়ও পেছন ফিরে কিছু বলতে দেখা যায় মেসিকে।

একই ম্যাচের প্রথমার্ধ শেষে নিউ ইয়র্ক সিটির ডিফেন্ডার বিয়াক রিসার ঘাড়ে ধরেন ইন্টার মায়ামির লুইস সুয়ারেস। সতীর্থরা ছুটে এসে তখন সরিয়ে নেন তাকে। এই ফরোয়ার্ডকেও একই ধারা ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে এবং জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

কালের আলো/এসএকে