আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

প্রকাশিতঃ 9:38 am | February 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, এদিন পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিট।

আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিট।

কালের আলো/এসএকে