বিএনপির বর্ধিত সভা আজ

প্রকাশিতঃ 9:43 am | February 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বর্ধিত সভা। সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ বর্ধিত সভা শুরু হবে।

সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও জেলা, উপজেলা, বিভিন্ন মহানগরী ও মহানগরীর এলাকাধীন থানাগুলোর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আহুত এই বর্ধিত সভা দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় খুবই গুরুত্ববহ। এ বর্ধিত সভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে নানা কর্মপরিকল্পনা গ্রহণ এবং এসব বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হবে।

বিএনপি’র কেন্দ্রীয় এবং তৃণমূলের নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

দলের একাধিক সূত্রে জানা গেছে, পট পরিবর্তনের পর থেকেই বিএনপি’র সব ধরনের মনোযোগ রয়েছে জাতীয় নির্বাচন কেন্দ্রিক। আগামীকাল বৃহস্পতিবার দলের যে বর্ধিত সভা ডাকা হয়েছে, কার্যত সেখান থেকেই বিএনপি’র নির্বাচনমুখী যাত্রা শুরু হবে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে, সে বিষয়ে খুব একটা গুরুত্ব দেবে না বিএনপি। তবে, জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত এই বর্ধিত সভা থেকে সকলকে জানানো হবে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পরপরই নির্বাচন-কেন্দ্রিক কর্ম-তৎপরতা চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনাও এ বর্ধিত সভা থেকে দেওয়া হবে। সবমিলিয়ে বলা যায়, দলের বর্ধিত সভার মধ্যদিয়ে নির্বাচনমুখী কার্যক্রম শুরু করবে বিএনপি।

এদিকে, বিএনপি’র বর্ধিত সভাকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা মনে করেন, চলমান পরিস্থিতিতে বিএনপি’র এই বর্ধিত সভা ও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। কারণ, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও উপজেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিবরা এ বর্ধিত সভায় অংশ গ্রহণ করছেন।

প্রায় ৪ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন, আন্দোলনের প্রস্তুতিসহ কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেবেন দিক-নির্দেশনামূলক নতুন বার্তা। তবে, এ বর্ধিত সভায় তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্য ও মতামতকে প্রাধান্য দেবে বিএনপি।

জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে বর্ধিত সভা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই সকল প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে।

এদিকে, আজ বুধবার বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুর কবির রিজভী এলডি হল মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ‘আমাদের বর্ধিত সভার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে, রাতের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। আগামীকাল সকাল ১০টায় এই সভা শুরু হবে। সভা সংক্রান্ত আমাদের প্রস্তুতিও পুরোদমে চলছে। আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা আসবেন তাদের খাওয়া-দাওয়া, ডাইনিং, স্যানিটেশন, চিকিৎসা সেবা প্রভৃতি বিষয়ে আমাদের যারা দায়িত্বে আছেন তারা তদারকি করছেন।’

রিজভী বলেন, এলডি হল মাঠে স্বাস্থ্য সেবার ব্যবস্থাও থাকছে। যেখানে সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। একটি ফিল্ড হাসপাতাল থাকবে, যেখানে কিছু বেড থাকবে জরুরি চিকিৎসা সেবা দেবার জন্য।

বর্ধিত সভা থেকে কি বার্তা আসতে পারে সে প্রসঙ্গ জানতে চাওয়া হলে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘যে সব নেতারা বর্ধিত সভায় আসবেন অর্থাৎ যাদের ডাকা হয়েছে তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে অর্থাৎ তারা কী চান- এত বড় আন্দোলন গেলো, আরও নানা বিষয় আছে যেসব ব্যাপারে কী ধরনের প্রস্তাব গ্রহণ করা যায় তাদের বক্তব্যের মধ্য দিয়েই সেটি চলে আসবে বলে আমি মনে করি।’

বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও বর্ধিত সভা উপলক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজ বুধবার রাতের মধ্যেই আমাদের বর্ধিত সভার প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে। বলতে পারেন, রাতে প্রস্তুত হয়ে যাবে অনুষ্ঠানের সব আয়োজন। সেই ভাবেই আমাদের কাজ পুরোদমে চলছে। মঞ্চ নির্মাণ হয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন, সেজন্য ইলেক্ট্রনিক সব পর্দার নির্মাণ কাজও শেষ পর্যায়ে।’

দলের কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. রফিকুল ইসলাম, মীর সরাফত আলী সপু, শরীফুল আলম, অনিন্দ্য ইসলাম অমিত, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম আলিম, মওদুদ হোসেন আলমগীর পাভেল, আতিকুর রহমান রুমন, বেবী নাজনীন, তানভীর আহমেদ রবিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই বর্ধিত সভা সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠানের জন্য ৬টি উপ-কমিটি করা হয়েছে।

এগুলো হচ্ছে, ব্যবস্থাপনা উপ-কমিটি (আহ্বায়ক-শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি), অভ্যর্থনা কমিটি (আহ্বায়ক হাবিব উন-নবী খান সোহেল), আপ্যায়ন কমিটি (আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত), শৃঙ্খলা কমিটি (আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু), মিডিয়া কমিটি (আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল) এবং চিকিৎসাসেবা কমিটি (আহ্বায়ক রফিকুল ইসলাম)।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে জানা গেছে, অধিকাংশ আমন্ত্রিত অতিথিরা নয়াপল্টনের কার্যালয় থেকে ছবিযুক্ত আইডি কার্ড নিয়ে গেছেন । গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা করে কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পাঁচদিন আগে জরুরিভাবে রাজধানীর একটি হোটেলে জাতীয় নির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছিলো। গ্রেফতার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে সেটি অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত হয় বিএনপি’র জাতীয় কাউন্সিল।

গত বছরের (২০২৪) ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি আবার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে, সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি’র বর্ধিত সভা।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও বর্ধিত সভা ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, বিগত ১৫ বছর ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে দলের সাংগঠনিক কর্মকাণ্ড তেমনভাবে করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর আমরা সারাদেশে দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। এই তৎপরতা আরো জোরদার করার লক্ষ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।’ আগামীকালের বর্ধিত সভায় দলের বিভিন্ন পর্যায়ের ৪ হাজার নেতা অংশগ্রহণ করবেন বলেও এ্যানি উল্লেখ করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘সবকিছু মিলিয়ে সাংগঠনিক দক্ষতাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেই সাথে একটি স্লোগানকেও আমরাও প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটি হলো, ‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র।’

কালের আলো/এএএন/কেএ