গোবিন্দ-সুনীতার ঘরে বাসা বেঁধেছে ‘অসুখ’ 

প্রকাশিতঃ 7:00 pm | February 27, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত গোবিন্দ-সুনীতার ঘরে অসুখ বাসা বেঁধেছে। সে অসুখে হাড় জিরজিরে সংসার। সম্প্রতি তা ফাঁস করেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে।

গুঞ্জন চলছে, অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ। তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। গুঞ্জন, সেই জলেই টালমাটাল নায়কের সংসার। এবার সামনে এলো এক নতুন তথ্য। ছয় মাস আগেই আদালতে বিচ্ছেদের মামলা করেছেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা।

ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সুনীতার আইনজীবী। তিনি জানান, গোবিন্দের পায়ে গুলি লাগায় আর পদক্ষেপ নেননি সুনীতা। আইনজীবী ললিত বিন্দালের কথায়, ‘‘দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। ওদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। ওরা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’’

এদিকে সুনীতার ম্যানেজারও বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনো দিকে নাকি মন দেওয়ার সময় নেই তার।

এর আগে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা বলছেন, ‘‘পরিবারের কয়েকজন সদস্যদের বিবৃতির কারণে ওই দম্পতির মধ্যে সমস্যা দেখা গেছে বটে। কিন্তু এর বেশি কিছু নয়। গোবিন্দা তার নতুন ছবিটি নিয়ে ব্যস্ত। আর সেই কারণে আমাদের অফিসে শিল্পীরা আসা যাওয়া করছেন। আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করছি।”

কালের আলো/এএএন/কেএ