সীমান্তবর্তী গোয়ালঘরে মিলল ৩ কোটি টাকার সোনা

প্রকাশিতঃ 2:54 pm | February 28, 2025

চুয়াডাঙ্গা প্রতিবেদক, কালের আলো: 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে চারটি সোনার বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের এ চারটি সোনার বারের দাম প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া সীমান্তের একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, হুদাপাড়া সীমান্ত এলাকা দিয়ে সোনার বড় একটি চালান পাচার করা হবে। খবর পেয়ে হুদাপাড়া বিওপির একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৬/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লালি চালিয়ে ঝুলিয়ে রাখা নেটের ব্যাগে সাদা স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেটে চারটি সোনার বার পাওয়া যায়। দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের এ চারটি সোনার বারের দাম প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধার করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এমডিএইচ