এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

প্রকাশিতঃ 2:57 pm | February 28, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নামে আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল। ইংরেজিতে দলের নাম হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’। দলটির শীর্ষ নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে দলটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্য সব রাজনৈতিক দলের নেতাদের। বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমি যাচ্ছি।

আমার সঙ্গে এ্যানী (শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী) থাকবে।

কালের আলো/এসএকে