যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ৬ সপ্তাহ বাড়াতে চায় ইসরায়েল

প্রকাশিতঃ 6:44 pm | February 28, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান প্রথম ধাপের যুদ্ধবিরতি আরও ছয় সপ্তাহের জন্য বৃদ্ধি করতে চায় ইসরায়েল। মিসরের রাজধানী কায়রো সফররত ইসরায়েলি প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতি চুক্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনার লক্ষ্য নিয়েছে বলে মিসরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মিসরের ওই দু’টি নিরাপত্তা সূত্র বলছে, প্রথম ধাপের চুক্তির সম্প্রসারণের বিরোধিতা এবং চুক্তির দ্বিতীয় পর্যায় শুরুর ওপর জোর দিয়েছে হামাস। দ্বিতীয় পর্বের চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারে এমন পদক্ষেপের কথাও বলেছে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠী।

ইসরায়েল-হামাসের মাঝে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্বের মেয়াদ শনিবার শেষ হওয়ার কথা রয়েছে। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে কোনও চুক্তি না হলে কী ঘটবে সেই বিষয়ে যুদ্ধরত উভয়পক্ষ পরিষ্কার করে কিছু জানাতে পারেনি।

এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে মিসর ও কাতার উভয়পক্ষের আলোচনায় মধ্যস্থতা করছে।

শুক্রবার এক বিবৃতিতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে কোনও ধরনের কালক্ষেপণ না করে অবিলম্বে চুক্তির দ্বিতীয় পর্যায়ে প্রবেশে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

এর আগে, ইসরায়েলের দুই সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ সম্প্রসারণ করতে চায়। সেই সঙ্গে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে প্রতি সপ্তাহে তিনজন করে জিম্মির মুক্তি চায় ইসরায়েল।

সূত্র: রয়টার্স।

কালের আলো/এমডিএইচ