শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার : বুবলী

প্রকাশিতঃ 12:53 pm | March 01, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

এবার ঈদে আসছে সুপারস্টার শাকিব খানের বরবাদ। ইতোমধ্যে মুক্তি পেয়েছে এর টিজার। আর টিজারেই রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বরবাদ। ভক্ত অনুরাগী তো বটেই, তারকাদের মুখেও বরবাদের প্রশংসা।

শাকিব খানের নায়িকা ও প্রাক্তন স্ত্রী শবনম বুবলীর মুখেও শোনা গেল শাকিব বন্দনা। বরবাদের টিজার দেখে শাকিব খানকে সবচেয়ে বড় মেগাস্টার বললেন বুবলী।

সম্প্রতি পুলিশ প্লাজায় একটি শোরুম উদ্বোধন করতে হাজির হন বুবলী। সেখানে গণমাধম্যকর্মীর সঙ্গে কথোপকথনে উঠে আসে শাকিবের বরবাদের টিজার প্রসঙ্গ।

বুবলী বলেন, “শাকিব খানের ‌‘বরবাদ’ ছবির টিজার বের হয়েছে। ভেঙেচুরে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত।

বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা।”

বুবলীর কথায়, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন।’

অনুষ্ঠানে নারীদের বিষয়েও কথা বলেন বুবলী। অভিনেত্রীর মতে, নারীরা সম্মানের সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং তারা একে অপরের পাশে থাকবে।

তিনি বলেন, ‘আমি সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকতে চাই। নারীরা এগিয়ে যাচ্ছে, এবং আমরা নারীরাই একে অপরের পাশে থাকব।’

সম্প্রতি প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মিত হবে। প্রথম উদ্যোগ হিসেবে কোরবানির ঈদে একটি নাটক নির্মাণ করা হবে। এরপর আগামী বছর সিনেমার ঘোষণা আসবে।

কালের আলো/এসএকে