ব্রাজিলের প্রাথমিক দলে ফিরলেন নেইমার

প্রকাশিতঃ 5:40 pm | March 01, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফেরার পথে নেইমার। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ব্রাজিলের ৫২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। গত বছরের শেষদিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি সান্তোসে ফিরে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার ফেরালেন জাতীয় দলের ডাক।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি ছাড়াও বেশ কিছু চমক রয়েছে। তরুণ তারকা এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ) ও আন্তনি (রিয়াল বেটিস) প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন। এছাড়া অভিজ্ঞদের মধ্যে জায়গা পেয়েছেন লুকাস মউরা ও অস্কার (সাও পাওলো)। নিয়মিত তারকাদের মধ্যে দলে রয়েছেন মারকুইনহোস (পিএসজি), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

আগামী ৭ মার্চ ব্রাজিলের চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কালের আলো/এসএকে