দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: আবু ওয়াহাব আকন্দ

প্রকাশিতঃ 10:24 pm | March 01, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, বিএনপি ধর্মীয় ও ইসলামী মূল‍্যবোধে বিশ্বাসী দল। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। কেউ বিশৃঙ্খলা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মেনে নেবেন না। দলের শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব। আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

শনিবার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা মিলনায়তনে নবগঠিত উপজেলা বিএনপির পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন।

এ সময় শাহ ওয়ারেস আলী মামুন বলেন, যারা এই পরিচিতি সভায় আসেননি আপনাদের অনুরোধ করে বলছি- আপনারা এই কমিটির সাথে একাত্মতা পোষণ করুন। যাতে আগামী দিনে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি একটি শক্তিশালী মডেল হিসেবে রূপান্তরিত হয়। এজন‍্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এ সময় পরিচিতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন নবগঠিত উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও যুগ্ম আহ্বায়ক রাজ্জাক ভূঁইয়া হীরা।

এতে আরও বক্তব্য দেন নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম হারুন অর রশিদ, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আবেদীন জায়েদী, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেজ, রুহুল আমিন মাস্টার, আজিজুল হক বাদল ও নিজাম উদ্দিন প্রমুখ।

জাঁকজমকপূর্ণ এই পরিচিতি সভায় নবগঠিত উপজেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ