বিসিআইসির নতুন চেয়ারম্যান খায়রুল কবীর মেনন

প্রকাশিতঃ 9:39 pm | March 02, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন।

রোববার (২ মার্চ) তাকে নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বদলি করা হয়েছে।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।

কালের আলো/এমডিএইচ