সাদিক এগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

প্রকাশিতঃ 5:25 pm | March 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

‘উচ্চবংশীয়’ ছাগল বিক্রি করতে গিয়ে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে ‘সাদিক এগ্রোর’ মালিক মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার ( ৪ মার্চ) বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে।

কালের আলো/এমডিএইচ