ভারতে তুষারধসে বরফের নিচে আটকা ৪৬ শ্রমিক জীবিত উদ্ধার

প্রকাশিতঃ 9:23 pm | March 03, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসে চাপাপড়া কয়েকটি কনটেইনারের ভেতর থেকে ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের তুষারধসে মানা গ্রামের কাছের একটি কনস্ট্রাকশন ক্যাম্পের যে ৫৪ শ্রমিক চাপা পড়েছিলেন, তাদের মধ্যে ৮ জন মারা যান। শূন্যের কাছাকাছি তাপমাত্রার মধ্যে প্রায় ৬০ ঘণ্টার অভিযানে বাকি ৪৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান রোববার সমাপ্ত ঘোষণা করা হয়।

রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকরা ওই ধাতব কনটেইনারগুলোতেই থাকতেন; তুষারধসের পর সেগুলোর ভেতর আটকা পড়েন। পর্যাপ্ত অক্সিজেন থাকায় উদ্ধারকারীরা বের করে আনার আগ পর্যন্ত এই কনটেইনারগুলোই তাদের রক্ষাকর্তার ভূমিকা পালন করে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি কঠিন পরিস্থিতিতে কাজ করায় উদ্ধারকারী দলকে ধন্যবাদ দিয়েছেন।

তিনদিন ধরে চলা এই অভিযানে ভারতের সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন হেলিকপ্টার, ড্রোনসহ সম্ভব সবকিছু নিয়ে শ্রমিকদের উদ্ধার অভিযানে নামে।

জীবিত উদ্ধার অনেক শ্রমিককে উত্তরাখণ্ডের জোশিমঠ ও ঋষিকেশ শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালের আলো/এসএকে