পরিবেশগত হুমকির বিরুদ্ধে শক্তিশালী বিচারিক হস্তক্ষেপ প্রয়োজন

প্রকাশিতঃ 9:44 pm | March 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পরিবেশগত হুমকির বিরুদ্ধে শক্তিশালী বিচারিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, শিল্প দূষণ এবং অনিয়ন্ত্রিত নগর সম্প্রসারণের ফলে সৃষ্ট অস্তিত্বগত হুমকিগুলোর বিরুদ্ধে কঠোর বিচারিক প্রতিক্রিয়া জরুরি।

সোমবার ঢাকার একটি হোটেলে পরিবেশগত ন্যায়বিচার রক্ষা: একটি টেকসই ভবিষ্যতের জন্য বিচারকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জলবায়ুগত ও মানবসৃষ্ট হুমকির হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হলে দেশের পরিবেশগত নিরাপত্তা হারিয়ে যাবে। যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা ও ভবিষ্যতকে বিপন্ন করবে।

ব্রাজিলের হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিনের বাংলাদেশ সফর উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই সেমিনার আয়োজন করে।

সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, দেশের বিচার বিভাগ ঐতিহাসিকভাবেই পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকায় ছিল। বিচারক হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব হলো কঠোর আইনি কাঠামো, টেকসই নীতি এবং সর্বদা বিচারিক তদারকির মাধ্যমে এই অমূল্য জীববৈচিত্র্যের ভান্ডারকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।

ব্রাজিলের হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ও ব্রাজিল উভয়ই ব্যাপক হুমকির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে পরিবেশ সংরক্ষণ আইন নেই তা নয়, বরং সমস্যা হলো আইনের যথাযথ প্রয়োগের অভাব। বিদ্যমান পরিবেশ সংরক্ষণ আইনগুলো অনেকাংশেই ঔপনিবেশিক শোষণের মানসিকতা দ্বারা প্রভাবিত, তাই কার্যকর ও ন্যায়সংগত আইন প্রণয়ন প্রয়োজন।

সেমিনারে সূচনা বক্তব্য দেন হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব। তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ জনস্বার্থ মামলা (পিআইএল) এবং আইনগত হস্তক্ষেপের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নদী সুরক্ষা, বায়ুর মান নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণ আইনের প্রয়োগ সংক্রান্ত কয়েকটি ঐতিহাসিক রায়ের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্রাজিলের হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিনকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও প্রকাশনা তুলে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

কালের আলো/এসএকে