ছেলেকে বিদায় দিতে এসে লাশ হলেন মিরন জম্মাদার

প্রকাশিতঃ 10:43 pm | March 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর শাহজাদপুর এলাকায় ‘সৌদিয়া’ নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হোটেলটিতে গেস্ট হিসেবে উঠেছিলেন। ছেলে প্রবাসে যাবে, তাকে বিদায় দিতে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন ওই ব্যক্তি। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, হোটেলটিতে সোমবার (০৩ মার্চ) সকাল আটটায় ওঠেন পিরোজপুরের মিরন জম্মাদার (৬০)।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মিরনের ছেলে মুবিন জমাদ্দার মঙ্গলবার (০৪ মার্চ) সন্ধ্যার একটি ফ্লাইটে সৌদি আরবে যাবেন। বিমানবন্দর যাতায়াতের সুবিধার্থে মিরন হোটেলটিতে ওঠেন। অন্যদিকে ছেলে ওঠেন হজরত শাহজালাল বিমানবন্দরের পাশে থাকা একটি হোটেলে।

জানা যায়, সোমবার (০৩ মার্চ) সকালে মিরন তার বোনের স্বামী হিরন তালুকদারের সাথে ঢাকায় আসেন। তারা একই হোটেলে ওঠেন। এরপর তারা সকালে বাইরের একটি রেস্তোরাঁয় নাস্তা করেন। পরে মিরন হোটেলে চলে যান। দুপুরের দিকে মিরন তার বোনের স্বামীকে কল করে বলেন, হোটেলে আগুন লেগেছে এবং তিনি ধোঁয়ার কারণে কিছু দেখতে পাচ্ছেন না। এর কিছুক্ষণ পর মিরনের ফোন কলটি কেটে যায়। এরপর থেকে তার সাথে আর ফোনে যোগাযোগ করতে পারেননি হিরন। মিরন হোটেলটির চার তলার ৪০২ নম্বর রুমে উঠেছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হোটেলটির ছয়তলার চিলেকোঠা থেকে তিনজন এবং বাথরুমের সামনে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাকিরাও হোটেলে গেস্ট হিসেবে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ডিএমপির গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান জানান, তারা ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে একজনের পরিচয় পেয়েছেন। বাকি তিনজনের পরিচয় এখনো জানতে পারেননি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

কালের আলো/এমএএইচ/এনএইচ