আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ টন কাজুবাদাম আমদানি

প্রকাশিতঃ 4:49 pm | March 04, 2025

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক, কালের আলো:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দ্বিতীয় বারের মতো কাজুবাদাম আমদানি করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান। এর আগে সোমবার বিকালে ৬ টন কাজুবাদাম ভর্তি ভারতীয় একটি ট্রাক বন্দরে এসে পৌঁছায়।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই পণ্য আমদানি করেছে। এদিকে পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কাজু বাদাম আমদানি করা হয়েছে। এর আগেও চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ২ টন কাজুবাদাম আমদানি করে এই প্রতিষ্ঠান।

কালের আলো/এসএকে