রোহিঙ্গা শিশুদের জন্য ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান
প্রকাশিতঃ 4:53 pm | March 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাপান এবং ইউনিসেফ রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য মানবিক সহায়তা জোরদার করতে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ সংক্রান্ত একটি চুক্তি ম্বাক্ষর করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস।
দূতাবাস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রয়োজনের প্রতি ইউনিসেফের প্রতিক্রিয়া সমর্থন করার জন্য জাপান সরকার প্রায় ৩.৩ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এই অনুদানের মাধ্যমে ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী, যাদের মধ্যে ৪১ হাজার শিশু, সহায়তা পাবে।
রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, আমি ইউনিসেফের দ্বারা স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও জল, স্যানিটেশন এবং হাইজিনের মতো মূল খাতে প্রতিটি সন্তানের প্রয়োজনীয়তা পূরণের জন্য রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের অগ্রণী প্রচেষ্টার প্রশংসা করতে চাই। জাপান এই মানবিক সংকটের জন্য টেকসই সমাধানে কাজ চালিয়ে যাবে এবং ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতা করবে।
ইউনিসেফের প্রতিনিধি ফ্লাওয়ার্স বলেন, প্রতিদিন রোহিঙ্গা শিশুরা অপ্রতিরোধ্য প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে। রোহিঙ্গা শিশুরা শিক্ষার সীমিত সুযোগ পাচ্ছে, তারা অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছে।
কালের আলো/এসএকে