নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানালেন পিনাকী
প্রকাশিতঃ 5:25 pm | March 04, 2025

নিউজ ডেস্ক, কালের আলো:
বাংলাদেশের নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি অধ্যাপক ড. সিআর আবরার নামে পরিচিত। তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
মঙ্গলবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘স্বাগত জানাই আবরার ভাই। আমাদের বুইড়া খাটাস বিতাড়ন কর্মসূচি চলবে। কিছুদিন আগে বলছিলাম।’
তিনি আরও লেখেন, ‘আরো আসিতেছে এট্টু অপেক্ষা করেন। প্রফেসর ইউনুসের সরকারকে বিপ্লবী সরকার বানাবো ইনশাআল্লাহ।’
কালের আলো/এএএন/কেএ