যত্রতত্র মোরাল পুলিশিং সমর্থনযোগ্য নয়: ইসলামী আন্দোলন
প্রকাশিতঃ 8:47 pm | March 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ‘ধূমপান ইস্যু’ চলমান বিতর্ককে একটি অপ্রয়োজনীয় বিতর্ক মন্তব্য করে বলেছেন, একটি সমাজে স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি স্যোশাল ক্যাপিটাল, সংস্কৃতি এবং রীতিনীতিও গুরুত্বপূর্ণ। স্বাধীনতার নাম করে সমাজে বিদ্যমান রীতিনীতি, সংস্কৃতি ও স্যোশাল ক্যাপিটালকে ধ্বংস করা যায় না। আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নাই এবং প্রকাশ্যে ধূমপান দেশে আইনত নিষিদ্ধ। একইসঙ্গে যত্রতত্র মোরাল পুলিশিং করাও সমর্থনযোগ্য না। এতে করে বিশৃঙ্খলা তৈরি হয়।
মঙ্গলবার (৪ মার্চ বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন সময় দেশ সংস্কারের, দেশ গড়ার। বহুমত, বহুপথ ও ভিন্নচিন্তার সবাই মিলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ নির্মাণের এই সময়ে অহেতুক বিতর্ক যারা তৈরি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন, শাহ ইফতেখার তারিক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নাবী, মুফতি রেজাউল করীশ আবরার, মুফতি মানসুর আহমদ সাকী, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।
কালের আলো/এমডিএইচ